স্বাধীনতা শিক্ষক পরিষদের ঈদ পুনর্মিলনী

নিজস্ব প্রতিবেদক।

স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) এর  উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও পনের আগস্ট জাতীয় শোক দিবস উদযাপনের প্রস্তুতি উপলক্ষে এক ভার্চুয়াল সভা সোমবার বিকালে অনুষ্ঠিত হয়। স্বাধীনতা শিক্ষক পরিষদের সভাপতি প্রফেসর আবদুল মান্নান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় স্বাগত বক্তব্য রাখেন স্বাশিপ সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ শাহজাহান আলম সাজু।

এছাড়াও সভায় বক্তব্য রাখেন প্রফসর সাজিদুর রহমান, মেহেরুন্নেছা,সাইদুর রহমান পান্না,হরিচাঁদ মন্ডল সুমন,অধ্যক্ষ সলিম উল্লাহ সেলিম, অধ্যক্ষ নজরুল ইসলাম, অধ্যাপক আফতাব উদ্দিন,শাহগীর মৃধা,আমজাদ হোসেন,রন্টু,জহির উদ্দিন,অধ্যক্ষ নুরজাহান শারমীন,আশরাফুল আলম,উপাধ্যক্ষ রেজাউল করিম,অধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন, অধ্যক্ষ সাহাদাত হোসেন,সাকিলা পারভীন,অধ্যক্ষ আবু বকর,মঈনুল ইসলাম, আকলিমা জাহান, রুবিনা আক্তার,জান মিয়া জানু,হারুন অর রশীদ,অধ্যক্ষ মাহবুবুর রহমান,অধ্যক্ষ আব্দুল জলিল,ব্রজেন্দ্র নাথ সরকার,শাহজাহান  প্রমুখ।

Post MIddle

সভার শুরুতেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ পনের আগস্ট শাহাদাতবরণকারি সকল শহীদ ও কোভিড-১৯ করোনায় মৃত্যুবরণকারি স্বাশিপ কেন্দ্রীয় কমিটির  গণ শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ কাজী জহিরুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়। সভায় যথাযোগ্য মর্যাদায় পনের আগস্ট জাতির জনকের শাহাদাত বার্ষীকি জাতীয় শোক দিবস পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভা শেষে পনের আগস্ট শাহাদাতবরণকারি সকল শহীদ এবং স্বাশিপ নেতা কাজী জহিরুল ইসলামের আত্মার মাগফেরাত কামনার্থে  বিশেষ দোয়ার আয়োজন করা হয়। দোয়া পরিচালনা করেন স্বাশিপ নেতা অধ্যক্ষ মাওলানা মাহবুবুর রহমান।

পছন্দের আরো পোস্ট