উপাচার্যের রুটিন দায়িত্বে প্রফেসর ড. মোঃ সুলতান-উল-ইসলাম

রাবি প্রতিনিধি।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরবর্তী উপাচার্য না নিয়োগ দেওয়া পর্যন্ত অন্তর্র্বতীকালীন ব্যবস্থা হিসেবে উপ-উপাচার্য প্রফেসর মোঃ সুলতান-উল-ইসলামকে উপাচার্যের রুটিন দায়িত্ব দেওয়া হয়েছে। রবিবার (১৮ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক অফিস আদেশে তাঁকে এ দায়িত্ব দেয়া হয়।

Post MIddle

প্রফেসর ড. মোঃ সুলতান-উল-ইসলাম তাঁকে তাঁর মূল দায়িত্বের অতিরিক্ত উপাচার্যের রুটিন দায়িত্ব প্রদান করায় সরকারের সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অপর এক আদেশে রুটিন দায়িত্বে নিয়োজিত উপাচার্যের কার্যপরিধি উল্লেখ করে বলা হয়েছে তিনি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট, ফাইন্যান্স কমিটি, একাডেমিক কাউন্সিল এবং পরিকল্পনা ও উন্নয়ন কমিটির সভা আহবান এবং শিক্ষার্থীদের মূল সনদপত্রে স্বাক্ষর করতে পারবেন।

পছন্দের আরো পোস্ট