ভিয়েতনামের ‘কালচারাল রেস’এ ড্যাফোডিলের সাফল্য

নিজস্ব প্রতিবেদক।

ভিয়েতনামের এফপিটি ইউনিভার্সিটি আয়োজিত ‘কালচারাল রেস’ শীর্ষক অনলাইন এক্সচেঞ্জ প্রোগ্রামে অংশ নিয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পাঁচ শিক্ষার্থী। সংস্কৃতি বিনিময় প্রোগ্রামের অংশ হিসেবে এই অনুষ্ঠানে আরও অংশ নিয়েছে থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম ও ভারতের শিক্ষার্থীরা। আজ শনিবার এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় টিম ‘লোকলো’ সেরা টিম হিসেবে পুরস্কৃত হয়েছে। এই টিমে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দুই জন শিক্ষার্থী রয়েছেন। তারা হলেন ফার্মেসী বিভাগের জয়া সাহা ও ইংরেজী বিভাগের অর্চনা সাহা।

Post MIddle

করোনা অতিমারির এই সময়ে দূরবর্তী অবস্থানে থেকেও বন্ধুত্ব তৈরি এবং বিভিন্ন দেশের সংস্কৃতি সম্পর্কে জানার সুযোগ তৈরি করেছে এই কালচারাল রেস প্রতিযোগিতাটি। প্রতিযোগিতায় শিক্ষার্থীরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে ক্রস কালচারাল প্রোগ্রামে অংশ নিয়েছেন। যেমন টুইস্টি টং এবং ই-ট্যালেন্ট শো।

প্রতিযোগিতাটিতে ‘ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কালচারাল ক্লাব’ থেকে তিন জন এবং ‘অল স্টারস ড্যাফেডিল’ থেকে দুইজন শিক্ষার্থী অংশ নিয়ে বাংলাদেশের সংস্কৃতি তুলে ধরেন।

পছন্দের আরো পোস্ট