সিফালু চলচ্চিত্র উৎসবে পার্বন রায়ে’র ‘পাঁচালী’
নিজস্ব প্রতিবেদক।
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মাল্টিমিডিয়া অ্যান্ড ক্রিয়েটিভ টেকনোলজি (এমসিটি) বিভাগের শিক্ষার্থী পার্বন রায়ের শর্ট ফিল্ম ‘পাঁচালী’ ইতালির ‘ডি আই সিফালু চলচ্চিত্র উৎসব’-এ প্রদর্শনের জন্য মনোনীত হয়েছে।
সিফালু চলচ্চিত্র উৎসব কমিটি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে যে বাংলাদেশের তরুণ পরিচালক হিসেবে চলচ্চিত্রটি এ উৎসবের সেমিফাইনাল রাউন্ডে প্রদর্শিত হবে।
পার্বন রায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এমসিটি বিভাগের প্রাক্তন শিক্ষার্থী। একই বিভাগের আরও দুই শিক্ষার্থী শাহরিয়ার তানভির রিফাত ও বাপ্পি দাশকে সঙ্গে নিয়ে তিনি এ চলচ্চিত্রটি নির্মাণ করেন।
এর আগে বাংলাদেশে অনুষ্ঠিত ১৪তম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব-২০২১ এবং ৩য় বাংলাদেশ শর্ট অ্যান্ড ডকুমেন্টারি ফিল্ম ফেস্টিভ্যাল ২০২১-এ ‘পাঁচালী’ প্রদর্শিত হয়েছে।
তরুণ পরিচালক পার্বন রায় বলেন, মা বাবার সঙ্গে সন্তানের সম্পর্কের পরিবর্তনকে উপজীব্য করে পাঁচালী নির্মাণ করা হয়েছে। সন্তান লালন পালনের চিরাচরিত ধারা থেকে বেরিয়ে আসছেন আজকের মা-বাবারা, সেই গল্পই বলা হয়েছে এ শর্টফিল্মে।