ঢাবি অফিসারদের জন্য কর্মশালা অনুষ্ঠিত

ঢাবি প্রতিনিধি।

ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্টার অফ এক্সিলেন্স ইন টিচিং এন্ড লার্নিং ২৭ মার্চ, ২০২১ তারিখে ভার্চুয়াল প্লাটফর্ম জুম- এ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মর্তাদের নিয়ে “অফিস ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা ” শীর্ষক একটি কর্মশালার আয়োজন করে।

অন্ষ্ঠুানটির সভাপতি অধ্যাপক ড. সাবিতা রিজওয়ানা রহমান (পরিচালক) স্বাগত বক্তব্য প্রদান করেন। ড. এ.টি.এম সামছু্জজোহা (অতিরিক্ত পরিচালক) কর্মশালাটি সঞ্চালনা করেন।

Post MIddle

কর্মশালায় “ফাইল ম্যানেজমেন্ট” বিষয়ে মো: জাফর ইকবাল (অতিরিক্ত সচিব) এবং অধ্যাপক শেখ হাফিজুর রহমান (আইন বিভাগ, ঢা.বি.) “ কর্মকর্তার পালনীয় কোড অফ কন্ডাক্ট ” বিষয়ে আলোচনা করেন। “ঢাকা বিশ্ববিদ্যালয় অর্ডিন্যান্স এর ভিত্তিতে কর্মকর্তার পালনীয় দায়িত্ব ও প্রশ্ন-উত্তর” পর্বে মো. এনামউজ্জামান (রেজিস্টার, ঢা.বি.) আলোচক হিসেবে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, সেন্টার অফ এক্সিলেন্স ইন টিচিং এন্ড লার্নিং উচ্চ শিক্ষায় সফলতা অর্জনের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাদের জন্য ধারাবাহিক কর্মশালার আয়োজন করে আসছে।

পছন্দের আরো পোস্ট