ড্যাফোডিলে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক।

বাাংলাদেশ এগ্রো প্রসেসিং অ্যাসোসিয়েশনের (বাপা) আয়োজনে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নিউট্রিশান এন্ড ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগে দুদিনব্যাপী ‘কোভিড-১৯ সময়ে সরবরাহ পর্যায়ে খাদ্য নিরাপত্তা ও গুণগতমান ব্যবস্থাপনা’ শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালা আজ শেষ হয়েছে। প্রধান অতিথি হিসেবে এ কর্মশালার উদ্বোধন করেন বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. আবদুর রহিম খান।

কর্মশালা পরিচালনা করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অ্যালাইড হেলথ সায়েন্স অনুষদের সহযোগী ডিন অধ্যাপক ড. মো. বেল্লাল হোসেন। স্বাগত বক্তব্য রাখেন বাাংলাদেশ এগ্রো প্রসেসিং অ্যাসোসিয়েশনের (বাপা) সাধারন সম্পাদক মোঃ ইকতাদুল হক। কর্মশালাটিতে খাদ্যপণ্য প্রস্তুতকারী অর্ধশতাধিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। এছাড়া ইউএসএআইডি’র খাদ্য বিশেষজ্ঞ, বিশ্ববিদ্যালয় পর্যায়ের খাদ্য গবেষক ও বিজ্ঞানীরা উপস্থিত ছিলেন।

Post MIddle

কর্মশালায় আলোচকরা খাদ্য নিরাপত্তা ও খাদ্যের গুণগত মান নিয়ে গুরুত্বপূর্ন পরামর্শ দেন করেন। তারা বলেন, কোভিড-১৯ প্রাদুর্ভাবের এই সময়ে প্রতিটি মানুষকে খাদ্যের ব্যাপারে অনেক বেশি সচেতন হতে হবে। কারণ কোভিড মোকাবেলার অন্যতম উপায় হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা

এসময় আলোচকরা খাদ্য সরবরাহের উপরেও গুরুত্ব দেন। তারা বলেন, কীভাবে মানুষের কাছে খাদ্য পৌঁছে দেওয়া হচ্ছে সেটা এই সময়ে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ খাদ্যের মাধ্যমেও কোভিড-১৯ ছড়ানোর সম্ভাবনা রয়েছে। তাই এসব ব্যাপারে সতর্কতা অবলম্বন করতে হবে বলে কর্মশালার আলোচকরা অভিমত দেন।

পছন্দের আরো পোস্ট