রাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের ম্যারাথন দৌড়

রাবি প্রতিনিধি।

মুজিব শতবর্ষ উপলক্ষে বঙ্গবন্ধু ঢাকা ম্যারাথন-২০২১ এর অংশ হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী সমন্বয়ে এক ম্যারাথন দৌড় আয়োজন করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবন চত্বরে এই আয়োজনের উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর এম আব্দুস সোবহান। সেখানে অন্যদের মধ্যে উপ-উপাচার্য প্রফেসর আনন্দ কুমার সাহা ও উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী মো. জাকারিয়া সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

Post MIddle

আগামীকাল শুক্রবার ভোর ৫টায় এই ম্যারাথন বিশ্ববিদ্যালয়ের মেইন গেট থেকে শুরু হবে। ম্যারাথনটি বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর সরণি-শহীদ এএইচএম কামারুজ্জামান চত্বর- আলিফ-লাম-মীম ভাটার মোড়ে বিমান চত্বর- নতুন বাইপাস-বিহাস মোড় ঘুরে একই পথে বিশ্ববিদ্যালয়ের মেইন গেট হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করবে। ৪২.২ কিলোমিটার পথ পরিক্রমা শেষে শেখ কামাল স্টেডিয়ামে সকাল প্রায় ১০টায় এই ম্যারাথন শেষ হবে।

ম্যারাথনে অংশগ্রহণকারীরা হচ্ছেন ড. মো. আমিরুজ্জামান (সহযোগী অধ্যাপক, নাট্যকলা বিভাগ), মো. শামীম আহমেদ, রতিশ টপ্য, মো. সামিউল হাসান, মো. আলীম আল রাজী, মো. হাসান শুভ, মো. মনিরুল ইসলাম ও মো. খৈয়ম আলী আরজু

পছন্দের আরো পোস্ট