‘আন্তর্জাতিক যোগাযোগ স্থাপনে মাতৃভাষার ব্যবহার’ শীর্ষক ভার্চুয়াল সভা

মোঃ বরাতুজ্জামান স্পন্দন,গবি প্রতিনিধি।

‘মাতৃভাষার বিসর্জন আমাদেরকে দাসত্বের দিকে ঠেলে দিচ্ছে। কিছু সুবিধাভোগী ভদ্রলোকদের হীনমন্যতার কারণেই আমরা বাংলা ভাষাকে সংকুচিত করে রেখেছি। যাদের মনে গোলামীর ভাব, তারা কিভাবে বাহিরে আজাদ হবে! তারা পিছিয়ে থাকবে, এটাই স্বাভাবিক। বরকতরা ফুল চাননি, তারা বাংলা ভাষার প্রচলন চেয়েছেন।’
রবিবার (২১ ফেব্রুয়ারি) রাতে ‘আন্তর্জাতিক যোগাযোগ স্থাপনে মাতৃভাষার ব্যবহার’ শীর্ষক ভার্চুয়াল সভায় বক্তারা এসব কথা বলেন। সাভারের গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (গবিসাস) এ সভার আয়োজন করে।
Post MIddle
গবিসাসের সভাপতি মো. রোকনুজ্জামান মনির সঞ্চালনায় সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রাজনীতি ও প্রশাসন বিভাগের চেয়ারম্যান ড. রাহমান চৌধুরী এবং ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষক আফরোজা সিদ্দিকা।
বক্তারা আরও বলেন, ‘এত বছর পরও উচ্চ আদালতে আমরা বাংলা ভাষার ব্যবহার করতে পারিনি, যা অত্যন্ত দু:খজনক। বহির্বিশ্বে মাতৃভাষার কারণেই তারা উন্নতির চরম শিখরে আরোহন করছে। এ বিষয়টা আমাদের দেশের মানুষ বুঝতে চায় না। তারা বাংলা ভাষা শিখতে নারাজ। বাংলাকে শুধু একটি দিবসে আটকে রাখলেই চলবে না। এর বিস্তৃত ব্যবহারে  গুরুত্ব দিতে হবে।’
ভার্চুয়াল সভায় বক্তারা বর্তমান সময়ে বাংলা ভাষার বিকৃতি, অবহেলিত রুপ নিয়ে আলোকপাত করেন এবং ভাষার মর্যাদা রক্ষায় সংশ্লিষ্টদের পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। এ সময় আলোচ্য বিষয়ে শ্রোতাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তারা।
পছন্দের আরো পোস্ট