নর্দান ইউনিভার্সিটির সঙ্গে বিএআরসি এর সমঝোতা

নিজস্ব প্রতিবেদক।

শিক্ষার গুণগতমান নিশ্চিতকরণে ও শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ এর সঙ্গে এক সমঝোতা চুক্তি সই করেছে ব্রিটিশ আমেরিকান রিসোর্স সেন্টার (বিএআরসি)।গত (৮ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের করপোরেট অফিসে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ এর পক্ষে উপস্থিত ছিলেন, উপাচার্য প্রফেসর ড. আনোয়ার হোসেন, উপ-উপাচার্য প্রফেসর ড.নজরুল ইসলাম ও এডিশনাল ডিরেক্টর মনোয়ারুল ইসলাম রিবেল সহ অন্যান্যরা।

Post MIddle

অনুষ্ঠানে বিএআরসি এর পক্ষে উপস্থিত ছিলেন বিএআরসি এর সিইও মোহাম্মদ মারুফ ফিরোজ ও সহকারি ম্যানেজার আফসানা আক্তার সহ অনেকে।

এই চুক্তি স্বাক্ষরের মাধ্যমে নর্দান বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ও ব্রিটিশ আমেরিকান রিসোর্স সেন্টার এর মধ্যে অভ্যন্তরীণ সুসম্পর্ক গড়ে উঠার পাশাপাশি শিক্ষার্থীদের ট্রেনিং ও দক্ষতা উন্নয়নে সহযোগীতার আশা ব্যক্ত করেন।শিক্ষা সংক্রান্ত নানা বিষয়ে একত্রে কাজ করার জন্য দু’পক্ষ ইতিবাচক আলোচনা করে।

পছন্দের আরো পোস্ট