ইবি’র ইংরেজি বিভাগে পিএইচডি সেমিনার অনুষ্ঠিত

ইবি প্রতিনিধি।

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ইংরেজি বিভাগের আয়োজনে ‘বাংলাদেশী সংখ্যালঘুদের  সাহিত্য : একটি আর্থ-সামাজিক গবেষণা’ শীর্ষক পিএইচডি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল কলা ভবনে সেমিনারটি অনুষ্ঠিত হয়।

Post MIddle

ইংরেজি বিভাগের সিনিয়র অধ্যাপক ড. মোঃ মিজানুর রহমানের তত্ত্বাবধানে সেমিনারে মূল গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন ২০১৪-১৫ শিক্ষাবর্ষের পিএইচডি গবেষক মোঃ জাহিদুল ইসলাম।

সেমিনারে দুইটি পর্বে গবেষক মোঃ জাহিদুল ইসলাম   গবেষণা উপস্থাপন করেন। প্রথম পর্বে ‘বাংলাদেশের জাতিগত সম্প্রদায়ের পরিচয় : মনিপুরী, ত্রিপুরা এবং চাকমা উপজাতির সাহিত্য এবং সংস্কৃতি’ এবং ২য় পর্বে ‘বিদেশি ভাষা হিসেবে ইংরেজিতে জাতিগত শিক্ষার্থীদের সৃজনশীলতা ও কর্মসংস্থান বিষয়ে সংস্কৃতি ও সাহিত্যের প্রভাব’ বিষয়ে গবেষণা উপস্থাপন করেন।

সেমিনারে বিভাগীয় সভাপতি অধ্যাপক ড. মোছাঃ সালমা সুলতানার সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ইংরেজি বিভাগের অধ্যাপক ড. শাহাদাৎ হোসেন আজাদ। সেমিনারে বিভাগের সহকারী অধ্যাপক প্রকাশ চন্দ্র বিশ্বাসের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন বিভাগীয় শিক্ষকসহ আমন্ত্রিত শিক্ষকবৃন্দ।

পছন্দের আরো পোস্ট