ক্যামব্রিজ গেটস স্কলারশিপ

ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় নানা বৃত্তি দেয়। এ বছরের জন্য বিশ্বে অন্যতম এই প্রাচীন বিশ্ববিদ্যালয়টি দিচ্ছে গেটস ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় স্কলারশিপ। বিল ও মেলিন্দা গেটস ফাউন্ডেশন এ বৃত্তির জন্য অর্থায়ন করে থাকে।

মাইক্রোসফটের সহ প্রতিষ্ঠাতা বিল গেটস ও তাঁর স্ত্রী মেলিন্দার নামে গঠিত ফাউন্ডেশনের অর্থে এ বৃত্তি পান বিশ্বের বিভিন্ন বিদেশি শিক্ষার্থীরা। ডিপ্লোমা, মাস্টার্স ও পিএইচডির জন্য এ বৃত্তি দেওয়া হয়। এ মাসের শেষ দিন পর্যন্ত এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন আগ্রহীরা।

Post MIddle

এ স্কলারশিপের বিস্তারিত তথ্য পাওয়া যাবে https://opportunitydesk.info/gates-cambridge-scholarship-2/ এ লিংকে।

একজন শিক্ষার্থী এ বৃত্তি পেলে এক বছরে ১৭ হাজার ৫০০ পাউন্ড পাবেন। এর সঙ্গে কোনো কোনো শিক্ষার্থী বিমানের যাওয়া–আসার টিকিট পাবেন। কোর্স ভেদে অনেকে আবার ৫০০ থেকে ২০০০ হাজার পাউন্ড পাবেন। ভিসা ও স্বাস্থ্যবীমার সুবিধাও পাবেন প্রার্থীরা।

বিবাহিতদের জন্য আছে সুযোগ–সুবিধা। বছরে ১০ হাজার ১২০ পাউন্ড পাবেন প্রথম সন্তানের জন্য। আর দ্বিতীয় সন্তানের জন্য পাবেন ৪ হাজার ৩২০ পাউন্ড। ফিল্ডওয়ার্কের জন্য পিএইচডির শিক্ষার্থীরা পাবেন আলাদা অ্যালাউন্স। এ ছাড়া মাতৃত্ব ও পিতৃত্বকালীন অর্থের ব্যবস্থা আছে এ বৃত্তিতে।

পছন্দের আরো পোস্ট