যুক্তরাজ্য থেকে ঢাবি’র দুই শিক্ষার্থীর পদক লাভ

ঢাবি প্রতিনিধি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী রিয়ান বিনতে কামাল এবং ফলিত রসায়ন এন্ড কেমিকৌশল বিভাগের শিক্ষার্থী বিয়াস বিনতে কামাল যুক্তরাজ্যের The Duke of York থেকে Inspiring Digital Enterprise Award (iDEA)-2020 শীর্ষক Badge Champion এবং Silver পদক লাভ করেছেন।

পদকপ্রাপ্তির পর তারা গতকাল (৩১ জানুয়ারি ২০২১) রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সঙ্গে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন।

Post MIddle

The Duke of York পরিচালিত Citizen, maker, entrepreneur, gamer এবং computing শীর্ষক অনলাইন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তারা এই পদক লাভ করেন।

উল্লেখ্য, পদকপ্রাপ্ত যমজ এই দুই বোন ইতিপূর্বে ২০১৭ সালে এই প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশী নাগরিক হিসেবে Bronze পদক লাভ করেন।

পছন্দের আরো পোস্ট