ঢাকা ফিল্ম ফেস্টিভ্যালে”স্টোরি অফ এ স্টোন”

জবি প্রতিনিধি।

আসন্ন ১৯তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হতে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের নির্মিত মাইক্রো ফিল্ম ‘স্টোরি অফ এ স্টোন’। চলচ্চিত্রটি আগামী ২৩ শে জানুয়ারি বিকাল ৫ ঘটিকায় শাহবাগ কেন্দ্রীয় পাঠাগারের অডিটোরিয়ামে প্রদর্শিত হবে। এর আগে দেশের বাইরে বিভিন্ন চলচ্চিত্র উৎসবে সুনাম অর্জন করলেও এবারই নিজ দেশে প্রথম চলচ্চিত্রটি এত বড় আসরে প্রদর্শিত হবে। চলচ্চিত্রটি উৎসবের “শর্ট এন্ড ইনডিপেন্ডেন্ট সেকশন” এ লড়াই করবে। ৬০ সেকেন্ডের এই চলচ্চিত্রটি উৎসবের সবচেয়ে স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র।

চলচ্চিত্রটির পরিচালক ছিলেন রওনাকুর সালেহীন, সহকারী পরিচালক সাদমান শিহির, চিত্রগ্রাহক ধ্রুব সেন। তারা তিনজনই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগের শিক্ষার্থী। এছাড়াও সম্পাদনা করেছেন একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আহসান আল মিরাজ আর স্টোন আর্টিস্ট ছিলেন শিশির আহমেদ। তারা যথাক্রমে সঙ্গীত ও চারুকলা বিভাগের শিক্ষার্থী।

মাইক্রো ফিল্মটি সম্পর্কে পরিচালক রওনাকুর সালেহীন বলেন, জগতে কিছুই অপ্রয়োজনীয় নয়। আপনি কোনো বস্তুকে অপ্রয়োজনীয় মনে করে উপেক্ষা করতেই পারেন তবে সেই বস্তুর অবশ্যই গুরুত্ব রয়েছে হয়ত ভিন্ন কোনো ব্যক্তি বা সমাজের কাছে। উচ্চতর দর্শন ও দৃষ্টিকোণ দিয়ে পর্যবেক্ষণ করলে সামান্য একটি পাথরেও শিল্প খুঁজে পাওয়া যায়।

Post MIddle

চলচ্চিত্রটির সহকারী পরিচালক সাদমান শিহির বলেন, “আমাদের চিন্তা ছিলো খুব অল্প সময়ের মধ্যেই ব্যতিক্রম কিছু করা। চলচ্চিত্রটি মাত্র ৬০ সেকেন্ড হলেও এর ভাবার্থ অন্যসব ৬০ মিনিটের চলচ্চিত্রের চেয়ে কোনো অংশেও কম নয়। এর আগেও বেশ কয়েকটি প্রদর্শনিতে দর্শক ও সমালোচক উভয়ই আমাদের এই ব্যতিক্রমী গল্পটিকে পছন্দ করেছেন। সবাই আমাদের পাশে থাকবেন এবং অবশ্যই চলচ্চিত্রটির প্রদর্শনীতে অংশগ্রহণ করবেন”।

উল্লেখ্য, ৬০ সেকেন্ড ফিল্ম ফেস্টিভাল ব্যানারে ব্যাংকক, ড্রিম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল কলকাতা, খুলনা ইউনিভার্সিটি ইনডিপেন্ডেন্ট ফিল্ম ফেস্টিভালে দর্শকদের মন জয় করার পাশাপাশি পাকিস্তান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও ৬০ সেকেন্ড ক্যাটাগরিতে ফাইনালিস্ট হবার গৌরব অর্জন করে।

উল্লেখ্য যে, ১৯তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মোট ৭২ টি দেশের বিভিন্ন ধাঁচের মোট ২২৭ টি চলচ্চিত্র প্রদর্শিত হবে।

পছন্দের আরো পোস্ট