খুবির শিক্ষক সমিতি কার্যনির্বাহী পরিষদে নয়া নেতৃত্ব

খুবি প্রতিনিধি।

গত (২৮ ডিসেম্বর) সোমবার দুপুরে খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদের ৬ টি সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। এর আগে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৭টি পদের প্রার্থীরা বিনাপ্রতিদ্বন্দিতায় নির্বাচিত হন।

নির্বাচনের ঘোষিত সার্বিক ফলাফল অনুযায়ী সভাপতি হয়েছেন প্রফেসর ড. মোঃ ওয়ালিউল হাসানাত, সহ-সভাপতি সহযোগী অধ্যাপক মোল্লা মোহাম্মাদ শফিকুর রহমান এবং সাধারণ সম্পাদক প্রফেসর ড. তানজিল সওগাত।

Post MIddle

এছাড়া বিনাপ্রতিদ্বন্দিতায় নির্বাচিতরা হলেন যুগ্ম-সম্পাদক পদে প্রফেসর ড. উৎপল কুমার কর্মকার, কোষাধ্যক্ষ পদে সহকারী অধ্যাপক মোঃ নাদিমুদ্দৌলা, সমাজকল্যাণ ও সাংস্কৃতিক সম্পাদক পদে সহকারী অধ্যাপক জয়ন্তী রায় এবং প্রকাশনা সম্পাদক পদে সহযোগী অধ্যাপক ড. প্রশান্ত কুমার দাশ।

৬টি সদস্য পদের জন্য ৭ জন প্রার্থী থাকায় আজ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচিত ৬ জন সদস্য হলেন সহকারী অধ্যাপক জান্নাতুল নাইম, প্রফেসর ড. মোঃ নাজমুল ইসলাম, সহকারী অধ্যাপক মোঃ শরিফুল ইসলাম, সহযোগী অধ্যাপক ড. ইউ. এইচ. রুহিনা জেসমিন, সহযোগী অধ্যাপক ড. তুহিন রায়, সহকারী অধ্যাপক কাজল কর্মকার।

নির্বাচন কমিশনের প্রধানের দায়িত্ব পালন করেন প্রফেসর ড. ফিরোজ আহমদ। নির্বাচন কমিশনের অপর সদস্যবৃন্দ ছিলেন যথাক্রমে প্রফেসর ড. মোঃ আনিসুর রহমান, প্রফেসর খন্দকার কুদরতে কিবরিয়া, প্রফেসর ড. মোঃ ইফতেখার শামস এবং সহকারী অধ্যাপক সৈয়দ আজহারুল ইসলাম।

পছন্দের আরো পোস্ট