দেশরত্ন শেখ হাসিনা হলে বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন

ইবি প্রতিনিধি।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দেশরতœ শেখ হাসিনা হলের সেমিনার লাইব্রেরিতে বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১৬ ডিসেম্বর) দুপুর ১টায় উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বঙ্গবন্ধু কর্ণারটি উদ্বোধন করেন।

Post MIddle

হল প্রভোস্ট অধ্যাপক ড. শেলীনা নাসরীন এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ শাহিনুর রহমান এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস. এম. আব্দুল লতিফ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এসময় আরো উপস্থিত ছিলেন প্রক্টর অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্ম্মন, ছাত্র-উপদেষ্টা অধ্যাপক ড. মোহাঃ সাইদুর রহমান, প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. তপন কুমার জোদ্দারসহ বিভিন্ন হলের প্রভোস্ট, বিভিন্ন বিভাগের শিক্ষক ও শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।

বঙ্গবন্ধু কর্ণারে বিভিন্ন গবেষক ও মনীষীর লেখা প্রায় আড়াই শত বই স্থান পেয়েছে। বঙ্গবন্ধুর জীবন ও আদর্শ সম্পর্কে শিক্ষার্থীদের সুস্পষ্ট ধারণা দিতে কর্ণারটি স্থাপন করা হয়েছে বলে জানা গেছে।

পছন্দের আরো পোস্ট