ঢাবি শিক্ষকদের জন্য কর্মশালা অনুষ্ঠিত

ঢাবি প্রতিনিধি।

ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্টার অফ এক্সিলেন্স ইন টিচিং এন্ড লার্নিং-এর উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য “Plagiarism: Ethical Aspects & Remedy in Higher Education” শীর্ষক এক কর্মশালা গত (৯ নভেম্বর ২০২০) ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়েছে।

Post MIddle

কর্মশালায় স্বাগত বক্তব্য প্রদান করেন সেন্টারের পরিচালক অধ্যাপক ড. সাবিতা রিজওয়ানা রহমান। এতে বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মনিরুল ইসলাম খান, আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান এবং তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. এস এম জাবেদ আহমদ যথাক্রমে In Depth Look of Plagiarism’, Ethical Aspects of Plagiarism Ges Screening Technique of Plagiarism বিষয়ে আলোচনা করেন। এসময় সেন্টারের অতিরিক্ত পরিচালক ড. এ.টি.এম. সামছুজ্জোহা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সেন্টার অফ এক্সিলেন্স ইন টিচিং এন্ড লার্নিং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাদের জন্য ধারাবাহিকভাবে কর্মশালার আয়োজন করে আসছে।

পছন্দের আরো পোস্ট