রাবির বর্জ্য ব্যবস্থাপনায় এসটিএস উদ্বোধন

রাবি প্রতিনিধি।

রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বর্জ্য ব্যবস্থাপনা আরো সহজতর করার লক্ষ্যে একটি সেকেন্ডারি ট্যান্সফার স্টেশন (এসটিএস) চালু করা হয়েছে।

Post MIddle

রবিবার ক্যাম্পাসের পশ্চিম আবাসিক এলাকার প্রান্তে ফুড-ফুয়েল-ফাইবার গেট সংলগ্ন এলাকায় এই এসটিএস’টির উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) মাননীয় মেয়র এ এইচ এম খায়রুজ্জামান (লিটন)।

রাসিক-এর অর্থায়নে প্রতিষ্ঠিত এসটিএস’টি সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা কমিটি তত্ত্বাবধান করবে। সেখানে অন্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর এম আব্দুস সোবহান, উপ-উপাচার্য প্রফেসর আনন্দ কুমার সাহা, উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী মো. জাকারিয়া, কোষাধ্যক্ষ প্রফেসর এ কে এম মোস্তাফিজুর রহমান আল-আরিফ, প্রক্টর প্রফেসর মো. লুৎফর রহমান, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক মো. আজিজুর রহমান, সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র মো. শরিফুল ইসলাম, ৩০ নম্বর ওয়ার্ড কাইন্সিলর মো. শহিদুল ইসলাম, ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. কামরুজ্জামান, ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. আব্দুল মমিন, ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. আকতারুজ্জামানসহ সংশ্লিষ্ট অন্যরা উপস্থিত ছিলেন।

পছন্দের আরো পোস্ট