১০ম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াড অনুষ্ঠিত

ঢাবি প্রতিনিধি।

বাংলাদেশ রসায়ন সমিতির আয়োজনে ১০ম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াড-২০১৯ গতকাল (৬ নভেম্বর ২০২০) শুক্রবার অন-লাইনে ঢাকা বিশ্ববিদ্যালয় রসায়ন বিভাগে অনুষ্ঠিত হয়েছে। এই অলিম্পিয়াডে দেশের বিভিন্ন জেলা থেকে ২২৮০জন ছাত্র-ছাত্রী রেজিস্ট্রেশন করেছিল এবং ১৫০১জন ছাত্র-ছাত্রী অন-লাইনে পরীক্ষায় অংশগ্রহণ করেছে।

Post MIddle

এই অলিম্পিয়াডের পরীক্ষায় সাত্তার কাদির (নেক্সেন কলেজ, ঢাকা), নিলয় কুমার মন্ডল (নটরডেম কলেজ, ঢাকা) ও আগোস্ট ডিপ নিলয় (সরকারী হাজী মোহসিন কলেজ, চট্টগ্রাম) যথাক্রমে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকার করেছে।

অন-লাইন পরীক্ষার পরে সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত ২৪ জন পরীক্ষার্থীর তালিকা ঘোষণা করা হয় যাদেরকে অলিম্পিয়াড আয়োজক কমিটির পক্ষ থেকে পুর®ৃ‹ত করা হবে। উল্লেখ্য, ১০ম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াডে ঢাকা বিশ্ববিদ্যালয় রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শোয়েব আহবায়ক হিসাবে দায়িত্ব পালন করেন।

পছন্দের আরো পোস্ট