জবির অফিসসমূহের সময়সূচী পরিবর্তন

জবি প্রতিনিধি।

মহামারি করোনা পরিস্থিতিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) অফিসমূহের সময়সূচি পরিবর্তন করা হয়েছে।বৃহস্পতিবার (২৯ অক্টোবর, ২০২০) উপাচার্য মহোদয়ের আদেশক্রমে রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ ওহিদুজ্জামান স্বাক্ষরিত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
Post MIddle
বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, মহামারি করোনা ভাইরাস এর জন্য সামাজিক দূরত্ব ও সরকারি স্বাস্থ্যবিধি অনুসরণ করে আগামী ১/১১/২০২০ তারিখ থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় অফিস সময়সূচি সকাল ৯.০০ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত চলবে (রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত)। দুপুর ১ টা ১৫ থেকে ১ টা ৪৫ পর্যন্ত নামায ও মধ্যাহ্ন ভোজের বিরতি থাকবে।
উল্লেখ্য যে, করোনা পূর্ববর্তী সময়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অফিস কার্যক্রম ৮ টা ৩০ থেকে ৩ টা ৩০ পর্যন্ত চলমান ছিলো। করোনা সংক্রমণ রোধে সরকারি নির্দেশনায় অনির্দিষ্টকালের জন্য ছুটি ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে যথারীতি অনলাইন ক্লাস চলমান রয়েছে।
পছন্দের আরো পোস্ট