স্টুডেন্টস এক্টিভিটিস ফি মওকুফ করল ইস্ট ওয়েস্ট

নিজস্ব প্রতিবেদক।

করোনা অতি-মারির সময়ে  শিক্ষার্থী ও অভিভাবকদের  আর্থিক চাপ কমাতে  ‘স্টুডেন্ট এক্টিভিটিস ফি’ মওকুফ করেছে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়।  চলমান ফল সেমিস্টারের জন্য এই ফি মওকুফ করা হয়।

Post MIddle

এছাড়া ফল ও বিগত সামার সেমিস্টারে  শিক্ষার্থীদের জন্য শতকরা ২০ ভাগ ‘টিউশান ফিস’ ছাড় দেয়া হয়।  একইসাথে করোনাকালীন অনলাইনে শিক্ষা কার্যক্রম স্বাভাবিক রাখতে অনেক শিক্ষার্থীকে ল্যাপটপ দিয়েও সহায়তা করেছে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়।

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিন বলেন, শিক্ষার্থীদের স্বার্থে  যতটুকু করা সম্ভব তার সবই করবে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়।  বিশ্ববিদ্যালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে।

পছন্দের আরো পোস্ট