চুয়েটে বিগ ডাটা অ্যানালাইটিক্স শীর্ষক ওয়েবইনার

চুয়েট প্রতিনিধি।

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের আয়োজনে এবং চুয়েট কম্পিউটার ক্লাবের সহযোগিতায় “বিগ ডাটা অ্যানালাইটিক্স অ্যান্ড ক্লাউড কম্পিউটিং” (Webinar on Big Data Analytics and Cloud Computing) শীর্ষক এক ওয়েবইনার অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ১৭ অক্টোবর (শনিবার), ২০২০ খ্রি. সন্ধ্যা ৭.০০ ঘটিকায় উক্ত ওয়েবইনারে প্রধান অতিথি ছিলেন চুয়েটের মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আসাদুজ্জামানের সভাপতিত্বে ওয়েবইনারে কী-নোট স্পিকার ছিলেন কানাডার সাসকাচেওয়ান বিশ্ববিদ্যালয়ের (University of Saskatchewan) কম্পিউটার সায়েন্স বিভাগের অধ্যাপক ড. চঞ্চল রায় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. আবদুর রাজ্জাক। ওয়েবইনারটি পরিচালনা করেন সিএসই বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সামসুল আরেফিন।

Post MIddle

প্রধান অতিথির বক্তব্যে মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম বলেন, “ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে এবং ৪র্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় বিগ ডাটা ও ক্লাউড কম্পিউটিং প্রযুক্তি গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে কাজ করছে।

এসব ক্ষেত্রে আমাদের তরুণ প্রকৌশলীদের দক্ষতা অর্জন করতে হবে। বর্তমান বৈশ্বিক মহামারি পরিস্থিতিতে তিনি এসব প্রযুক্তিকে কাজে লাগাতে উচ্চতর গবেষণা কার্যক্রম চালিয়ে নেওয়ার আহবান জানান।” উক্ত ওয়েবইনারে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ ও অন্যান্য বিভাগের শিক্ষকম-লীসহ প্রায় শতাধিক ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেন।

পছন্দের আরো পোস্ট