সম্পন্ন হলো ৪৮০ তম স্কাউট লিডার বেসিক কোর্স
জবি প্রতিনিধি।
বাংলাদেশ স্কাউটস ঢাকা অঞ্চলের পরিচালনায় ও স্কাউটস রোভার অঞ্চলের ব্যবস্থাপনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) রোভার স্কাউট গ্রুপের সহয়তায় ৪৮০তম স্কাউট লিডার বেসিক কোর্স সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সমাপনী অনুষ্ঠানটি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান।
বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চল এর উপ-পরিচালক ও ৪৮০তম স্কাউট লিডার বেসিক কোর্সের কোর্স লিডার মোহাম্মদ আবুল খায়ের এর-সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ।
সমাপনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের রোভার স্কাউট লিডার ও সম্পাদক, অধ্যাপক ড. মোঃ মনিরুজ্জামান খন্দকার। তিনি প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন, আশা করি আপনারা খুব মনোযোগ সহকারে কোর্সটি সম্পন্ন করেছেন। আগামী দিনে আপনারা আবার প্রশিক্ষক হয়ে বিভিন্ন জায়গায় গিয়ে স্কাউটিং প্রশিক্ষণ দিতে পারবেন।
এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোস্তফা কামাল সহ অন্যান্য শিক্ষক ও রোভারবৃন্দ।