স্মার্ট ফোন ক্রয়ে কুয়েট শিক্ষার্থীদের সুদমুক্ত ঋণ

কুয়েট প্রতিনিধি।

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস (কোভিড-১৯) এর কারণে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর স্নাতক কোর্সে অধ্যয়নরত অস্বচ্ছল শিক্ষার্থীদের অনলাইন ক্লাসে অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করার লক্ষ্যে স্মার্ট ফোন ক্রয়ের জন্য বিনাসুদে ঋণ প্রদান এবং বিনামূল্যে ইন্টারনেট ডাটাপ্যাক প্রদান করা হয়েছে।

শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের অর্থ কমিটির ৪৪তম জরুরী সভার সুপারিশক্রমে সিন্ডিকেটের ৭০তম সভার অনুমোদনক্রমে বিভিন্ন বিভাগের ১০৫ জন শিক্ষার্থীর প্রত্যেকের ব্যাংক একাউন্টে =১০,০০০.০০ (দশ হাজার) টাকার প্রদান করা হয়।

Post MIddle

এছাড়া, বিম্ববিদ্যালয়ের অস্বচ্ছল ৪৫০ জন শিক্ষার্থীকে বিনামূলে (জিপি-১৫ জিবি) ইন্টারনেট ডাটাপ্যাক প্রদান করা হয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন বলেন,“গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সহযোগিতায় শিক্ষার্থীদের শিক্ষা কর্যক্রম পরিচালনার জন্য অস্বচ্ছল শিক্ষার্থীদের মধ্যে বিনাসুদে ঋণ এবং বিনামূল্যে ইন্টারনেট ডাটা প্রদান করা সম্ভব হয়েছে।

এতে শিক্ষার্থীরা নির্বিঘ্নে অনলাইন ক্লাসে অংশ নিতে পারবে”।

পছন্দের আরো পোস্ট