ফ্রি গুগল মিটে বসছে টাইমলিমিট

লেখাপড়া ডেস্ক।

শিগগিরই ফ্রি সংস্করণের গুগল মিটে ভিডিও কল করতে গেলে সময়ের হিসাব রাখতে হবে। ৩০ সেপ্টেম্বর থেকে টাইমলিমিট বসছে অ্যাপটির ফ্রি সংস্করণে। ব্যবসায়িক কাজের উদ্দেশে তৈরি অ্যাপটির ফ্রি সংস্করণ উন্মোচিত হয় বছরের প্রথম দিকে। তখন গুগল জানিয়েছিল, এতে ৬০ মিনিট ফ্রিতে কথা বলা যাবে। তবে ৬০ মিনিটের এ টাইমলিমিট ৩০ সেপ্টেম্বরের আগে কার্যকর হবে না। দেখতে দেখতে সেপ্টেম্বর মাসও শেষ হয়ে যাচ্ছে। তাই গুগল মিট ব্যবহারকারীদের এখন থেকে কম সময়ে গুরুত্বপূর্ণ আলাপ সেরে নিতে হবে। কথা শেষ না হলে কল কেটে দিয়ে আবার নতুন করে সবাইকে ভিডিও কলের লিঙ্ক পাঠাতে হবে।

 

Post MIddle

আর যদি কেউ টাইম লিমিটের ঝামেলা এড়াতে চান তবে মাসে ৮ ডলার খরচ করে কথা বলতে হবে। পেইড সেবায় কোনো টাইম লিমিট থাকবে না। টাইম লিমিটের ফিচার জুম অ্যাপেও আছে। অ্যাপটিতে ৪০ মিনিট ফ্রিতে কথা বলা যায়। গুগল মিট বা জুমের সাবস্ক্রিপশন সেবা নিতে না চাইলে ফেইসবুক ম্যাসেঞ্জার রুমে ভিডিও কল করতে পারেন ব্যবহারকারীরা। অ্যাপল ডিভাইসে থাকা ফেইসটাইম দিয়েও ফ্রিতে ভিডিও কল করার সুবিধা পাওয়া যায়।#

 

পছন্দের আরো পোস্ট