কুয়েটের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কণ্যাণ তহবিলে অর্থ প্রদান
কুয়েট প্রতিনিধি।
করোনা ভাইরাস মহামারির কারণে দেশের অতি দরিদ্র জনগোষ্ঠীর সাহায্যের জন্য খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীগণের একদিনের বেতনের সমপরিমাণ অর্থ মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কণ্যাণ তহবিলে প্রদান করা হয়েছে।
গতকাল (২২ সেপ্টেম্বর) মঙ্গলবার সকাল ১১টায় জেলা প্রশাসক, খুলনার কার্যালয়ে বিশ^বিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন এর পক্ষে রেজিস্ট্রার জি এম শহিদুল আলম খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন এর নিকট ১০,০০,০০০.০০ (দশ লক্ষ) টাকার চেক হস্তান্তর করেন।