এসএমসির পক্ষ থেকে জাবিকে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান

জাবি প্রতিনিধি।

সোস্যাল মার্কেটিং কোম্পানী’র (এসএমসি) পক্ষ থেকে আজ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে মহামারি করোনাকালীন স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী হিসেবে কেএন-৯৫ মাস্ক, সার্জিক্যাল মাস্ক, ওরস্যালাইন এবং হ্যান্ড স্যানিটাইজার প্রদান করা হয়েছে।

এসএমসি’র পক্ষে কোয়ালিটি এ্যাসুরেন্স বিভাগের ব্যবস্থাপক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের প্রাক্তন ছাত্র আনিসুর রহমান জুয়েল বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসানের নিকট এসব স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান করেন।

Post MIddle

স্বাস্থ্য সামগ্রী হস্তান্তরকালে আনিসুর রহমান জুয়েল বলেন, সামাজিক দায়িত্ব পালনের অংশ হিসেবে এসএমসি এসব স্বাস্থ্য সামগ্রী প্রদান করেছে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যগণের স্বাস্থ্য সুরক্ষায় এসএমসি পাশে থাকতে পেরে ভালো বোধ করছে। ভারপ্রাপ্ত প্রক্টর স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদানের জন্য এসএসসিকে আন্তরিক ধন্যবাদ জানান।

পছন্দের আরো পোস্ট