এন্ট্রপ্রেনিউরশীপ ওয়ার্ল্ড কাপ ন্যাশনাল ফাইনাল
নিজস্ব প্রতিবেদক।
বাংলাদেশে এন্ট্রপ্রেনিউরশীপ ওয়ার্ল্ড কাপ-২০২০ এর ন্যাশনাল ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে গো-জায়ান এবং রানার আপ হয়েছে অক্টেগ্লোরী লিমিটেড। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) এর স্বাগতিকতায় (৫ সেপ্টেম্বর ২০২০) অনলাইনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পর্বে ৪৬০ টি স্টার্ট আপ প্রতিষ্ঠান এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
বাংলাদেশ পর্বের ন্যাশনাল ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্লোবাল এন্ট্রপ্রেনিউরশীপ নেটওয়ার্কের প্রেসিডেন্ট জোনাথন ওথম্যান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর চেয়ারম্যান ড. মোঃ সবুর খান এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এন্ট্রপ্রেনিউরশীপ ওয়ার্ল্ড কাপ এর পরিচালক মিস এনামারিয়া টোরেস।
চ্যাম্পিয়ন গো-জায়ান এবং রানার আপ অক্টেগ্লোরী লিমিটেড আগামী অক্টোবর মাসে সৌদি আরবের রিয়াদে বিশ্বের ২০০টি দেশের বিজয়ীদের অংশগ্রহণে অনুষ্ঠিতব্য ভার্চূয়াল গ্লোবাল ফাইনালে প্রতিদ্বন্ধিতা করবে।