প্রিমিয়ারে বাংলা ভাষা ও সাহিত্য প্রোগ্রাম চালু

নিজস্ব প্রতিবেদক।

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে কলা অনুষদের অধীনে বাংলা ভাষা ও সাহিত্য প্রোগ্রাম চালু করা হচ্ছে। সম্প্রতি প্রিমিয়ার ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, ইউজিসি থেকে এ সংক্রান্ত অনুমোদন পেয়েছে।

বেসরকারি এই শিক্ষাপ্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়,‘প্রিমিয়ার ইউনিভার্সিটি অনুধাবন করে,মাতৃভাষা ও মাতৃভাষায় রচিত সাহিত্য একটি জাতির মননের ঐশ্বর্যকে ধারণ করে। ভাষার চর্চা ব্যতিরেকে একটি জাতি এগুতে পারে না। ’

Post MIddle

‘ইউজিসির নির্দেশনা অনুযায়ী,প্রত্যেক প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা ও সাহিত্যের চর্চা আবশ্যিক। প্রিমিয়ার ইউনিভার্সিটি এই সত্য অনুধাবন করে আগেই ‘বাংলা ভাষা ও সাহিত্য’ প্রোগ্রাম চালু করার জন্য ইউজিসির কাছে আবেদন পত্র পাঠায়। ’

‘বাংলা ভাষা ও সাহিত্য’ প্রোগ্রামে ভর্তি হতে আগ্রহী শিক্ষার্থীদের প্রিমিয়ার ইউনিভার্সিটির স্টুডেন্টস অ্যাফেয়ার্স বিভাগে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে এই শিক্ষাপ্রতিষ্ঠানটির পক্ষ থেকে।

পছন্দের আরো পোস্ট