চুয়েটে গেটওয়ে টু ক্যারিয়ার নেভিগেশন বিষয়ে ওয়েবইনার

চুয়েট প্রতিনিধি।

চট্রগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় (চুয়েট)-এর ইলেকট্রনিক্স অ্যন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইটিই) বিভাগের আয়োজনে ‘গেটওয়ে টু ক্যারিয়ার নেভিগেশন ইন গ্লোবাল ইনফো-টেক’ শীর্ষক এক ওয়েবইনার অনুষ্ঠিত হয়েছে। গত (২২ আগস্ট) শনিবার উক্ত ওয়েবইনারে প্রধান অতিথি ছিলেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। ইটিই বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. মো. আজাদ হোসেনের সভাপতিত্বে ওয়েবইনার সেশনটি পরিচালনা করেন ইটিই বিভাগের সহকারী অধ্যাপক নুর্শেদুল মামুন।

Post MIddle

তিন পর্বে সাজানো উক্ত ওয়েবইনারের প্রথমদিন কী-নোট স্পীকার ছিলেন যুক্তরাষ্ট্রের লোয়া স্টেট বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মো. মারুফ আহমেদ এবং পোল্যান্ডের ওয়ারসো আই-এস ওয়্যারলেসের সিনিয়র প্রকৌশলী (আরঅ্যান্ডডি) ড. মো. আরিফুর রহমান।

এতে ইটিই বিভাগের প্রায় দুই শতাধিক ছাত্র-ছাত্রী জুম অ্যাপের মাধ্যমে উক্ত ওয়েবইনারে অংশগ্রহণ করেন। এছাড়া আগামী ২৯ আগস্ট যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা পলিটেকনিক বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ড. মুহাম্মদ সানা উল্লাহ এবং আগামী ৫ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ডালাসের টেক্সাস বিশ্ববিদ্যালয়ের এরিক জনসন স্কুল অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কম্পিউটার সায়েন্সের অ্যাসোসিয়েট ডীন প্রফেসর ড. জন এইচ.এল. হ্যানসেন পৃথক ওয়েবইনারে প্রবন্ধ উপস্থাপন করবেন।

পছন্দের আরো পোস্ট