রাবিতে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছার জন্মবার্ষিকী পালিত
রাবি প্রতিনিধি।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আজ শনিবার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছার ৯০তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়। এই উপলক্ষ্যে এদিন সকাল ১০ টায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হলে তাঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর এম আব্দুস সোবহান।
সেখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর আনন্দ কুমার সাহা ও উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী মো. জাকারিয়া। এতে সভাপতিত্ব করেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হলের প্রাধ্যক্ষ প্রফেসর শর্মিষ্ঠা রায়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় উপাচার্য বলেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা বঙ্গবন্ধুর জীবন সাথীই ছিলেন না, তিনি ছিলেন বাঙালি জাতির সকল অধিকার আন্দোলন সংগ্রামে বঙ্গবন্ধুর সহযোগী। বাঙালির মুক্তি সংগ্রামের অগ্রদূত বঙ্গমাতা রাজনীতিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে খুব কাছে থেকে অনুপ্রেরণা জুগিয়েছেন।
এ অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর এম এ বারী, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর প্রভাষ কুমার কর্মকার, প্রক্টর মো. লুৎফর রহমান, হল প্রাধ্যক্ষবৃন্দ, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হলের আবাসিক শিক্ষকবৃন্দসহ প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তা প্রমুখ উপস্থিত ছিলেন।