ছুটি বৃদ্ধি হলো ইবি অফিসসমূহের

ইবি প্রতিনিধি।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ ৬ আগস্টের পরিবর্তে ৩১ আগস্ট পর্যন্ত ছুটি বৃদ্ধি করা হয়েছে। করোনা ভাইরাসের সংক্রমণ পরিস্থিতি আশানুরূপ উন্নতি না হওয়ায় সরকারি সাধারণ ছুটির মেয়াদ ধারাবাহিকভাবে বৃদ্ধির সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এবং শিক্ষামন্ত্রণালয় কর্তৃক প্রেরিত পত্রের প্রেক্ষিতে আজ (৬ আগস্ট) এ সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর আগে গত ৩০ জুন এক বিজ্ঞপ্তির মাধ্যমে ৬ আগস্ট পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছিল।

Post MIddle

এদিকে ১৩ এপ্রিল হতে ক্লাস, পরীক্ষা এবং আবাসিক হলসমূহ পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে বলে ঘোষণা করা হয়েছে। তবে অনলাইন একাডেমিক কার্যক্রম অব্যাহত থাকবে।

পছন্দের আরো পোস্ট