কুয়েটে বৃক্ষ রোপন সপ্তাহের উদ্বোধন
কুয়েট প্রতিনিধি।
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) বৃক্ষ রোপন সপ্তাহ শুরু হয়েছে। ২৭ জুলাই সোমবার সকাল সাড়ে ১১টায় বৃক্ষ উন্নয়ন কমিটির আয়োজনে ‘দুর্বার বাংলা’ প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষ রোপনের মাধ্যমে বৃক্ষ রোপন সপ্তাহের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন।
বৃক্ষ উন্নয়ন কমিটির সভাপতি ও লাইব্রেরীয়ান মোঃ আক্কাস উদ্দিন পাঠান এর সভাপতিত্বে এসময় বিশ্ববিদ্যালয়ের ডীনবৃন্দ, রেজিস্ট্রার, বিভাগীয় প্রধানগণ, পরিচালকগণ, প্রভোস্টবৃন্দ, দপ্তর প্রধানগণসহ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।