সাউথইষ্ট বিশ্ববিদ্যালয়ে বাজেট ২০২০-২১ শীর্ষক সেমিনার

নিজস্ব প্রতিবেদক।

সাউথইষ্ট বিশ্ববিদ্যালয়ের (এসইইউ) অর্থনীতি বিভাগের উদ্যোগে ২৩ জুলাই ২০২০ তারিখ অনলাইনে অনুষ্ঠিত হয় “বাজেট ২০২০-২১: করোনা পরিস্থিতিতে মধ্যবিত্তের বাজেটোত্তর ভাবনা” শীর্ষক সেমিনার। বিশ্ববিদ্যালয়ের ‍বোর্ড অব ট্রাস্টিজের উপদেষ্টা অধ্যাপক ড. এএনএম মেশকাত উদ্দীন এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এম. এ. মান্নান, এমপি।

Post MIddle

মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপাচার্য অধ্যাপক ড. এএফএম মফিজুল ইসলাম। প্রবন্ধের উপর আলোচনা করেন বিআইবিএম এর সাবেক মহাপরিচালক ড. তৌফিক আহমেদ চৌধুরী ও বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. এম এ হাকিম।

অর্থনীতি বিভাগের চেয়ারপার্সন মাদিহা খান অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের সদস্য এম. কামালউদ্দিন চৌধুরী, মেজর জেনারেল (অব:) কাজী ফকরুদ্দীন আহমেদ, রেজিস্ট্রার, ডিন, চেয়ারম্যান, পরিচালক, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ।

পছন্দের আরো পোস্ট