অতিদরিদ্র শিশুদের প্রতিকী জন্মদিন পালন

মেহেদী হাসান লিপন, মোরেলগঞ্জ (বাগেরহাট) সংবাদদাতা।

দরিদ্র ও অতিদরিদ্র পরিবারে হাইজিন অনুশীলন বৃদ্ধিতে বাগেরহাটের মোরেলগঞ্জ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিশুদের প্রতিকী জন্মদিন উদযাপন ও উপহার হিসেবে বালতি বিতরণ করা হয়।

রোববার দুপুরে শিশুদের জন্মদিনে মোমবাতি ও কেক কেটে উদ্ধোধন করেন উপজেলা চেয়ারম্যান এ্যাড. শাহ-ই-আলম বাচ্চু।

এ উপলক্ষ্যে ওয়ার্ল্ড ভিশন মোরেলগঞ্জের আয়োজনে ও ১০৭ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম।

শুভেচ্ছা বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশন মোরেলগঞ্জ এপি ম্যানেজার লাভলি লাকি বিশ্বাস। বক্তব্য রাখেন প্রোগ্রাম অফিসার মো. নিজাম উদ্দিন,সিষ্টেম সাপোর্ট অফিসার লাকী হালদার। উদ্ধোধনীতে পৌরসভার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৭০ জন শিশুকে একটি বালতি উপহার দেয়া হয়।

এপি ম্যানেজার লাভলি লাকি বিশ্বাস জানান, উপজেলার সদর ইউনিয়ন, বারইখালী,খাউলিয়া, নিশানবাড়িয়া, জিউধরা ,হোগলাবুনিয়া ইউনিয়নের আরো ২৭ শ’৩০ জনকে শিশুকে হাইজিন অনুশীলন বৃদ্ধিতে বালতি প্রদান ও প্রতিকী জন্মদিন পালন করা হবে। #

পছন্দের আরো পোস্ট