মুজিব জন্মশত বর্ষ উপলক্ষে স্বাশিপের বৃক্ষরোপন

নিজস্ব প্রতিবেদক।

স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ও শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্টের সচিব অধ্যক্ষ মোঃ শাহজাহান আলম সাজু বলেছেন,বৈশ্বিক পরিবেশ মোকাবিলায় বৃক্ষ রোপনের কোন বিকল্প নেই। মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে আজ বুধবার দুপুরে ঢাকায় ডেমরা বিশ্ববিদ্যালয় কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

Post MIddle

অধ্যাপক গোলাম সারোয়ার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাশিপ যুগ্ম সম্পাদক সাইদুর রহমান পান্না,কোষাধ্যক্ষ অধ্যক্ষ সলিম উল্লাহ সেলিম, ঢাকা মহানগর (দঃ)স্বাশিপ যুগ্ম সম্পাদক মানিক ভুইয়া,ডেমরা থানা স্বাশিপের সভাপতি সফিকুল ইসলাম, অধ্যাপক সাখাওয়াত হোসেন সরকার,দেলোয়ার হোসেন, মিজানুর রহমান প্রমুখ। সভায় স্বাগত বক্তব্য রাখেন ডেমরা বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মোঃ ইউনুস মোল্লা। অধ্যক্ষ শাহজাহান আলম সাজু স্বাশিপের নয় দফা এবং ঐতিহাসিক মুজিব জন্মশতবর্ষই শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের জোর দাবি জানান। তিনি করোনা পরিবর্তিত পরিস্থিতিতে নতুন বিশ্বে তথ্য প্রযুক্তি নির্ভর ও কারগরি শিক্ষা শিক্ষার উপর জোর দিতে সরকারের প্রতি আহবান জানান।

পছন্দের আরো পোস্ট