পাবিপ্রবির অভ্যন্তরীণ জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করণ
পাবিপ্রবি প্রতিনিধি।
সোমবার পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ জলাশয়ে দ্বিতীয় ধাপে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের উদ্যোগে এস্টেট শাখার তত্ত্বাবধানে মাছের পোনা ছাড়া হয়।
গত ৪ জুলাই প্রথম পর্যায়ে মাছের পোনা অবমুক্তকরণ কার্যক্রম উদ্বোধন করেন মাননীয় উপাচার্য প্রফেসর ড. এম. রোস্তম আলী। এ সময়ে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ আনোয়ারুল ইসলামসহ বিশ্ববিদ্যালয় পরিবারের আরও অনেকে।
আজ সকাল ১১.০০ টায় মাছের পোনা অবমুক্তকরণ কার্যক্রমের দ্বিতীয় পর্যায়ে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ আনোয়ারুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. প্রীতম কুমার দাস, প্রধান প্রকৌশলী মোঃ আমিনুল ইসলাম, প্রকল্প পরিচালক, প্রকৌশলী লে. কর্ণেল জি এম আজিজুর রহমান, পরিবহন পুলের প্রশাসক ড. মোঃ কামরুজ্জামান, এস্টেট শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এস এম জহুরুল ইসলাম ও বিশ্ববিদ্যালয় পরিবারের আরও অনেকে।
এ কার্যক্রমে রুই, কাতল, মৃগেলসহ বিভিন্ন প্রজাতির মাছের পোনা ছাড়া হয়। #