সরকার দেশের শিক্ষা উন্নয়নে ব্যাপক কাজ করে যাচ্ছে: সাজু

লেখাপড়া ডেস্ক।

স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ও বেসরকারি শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্টের সচিব অধ্যক্ষ মোঃ শাহজাহান আলম সাজু বলেছেন, শিক্ষাবান্ধব শেখ হাসিনা সরকার দেশে শিক্ষার উন্নোয়নে ব্যাপক কাজ করে যাচ্ছে ।এই সরকারের আমলে শিক্ষাকে প্রথম থেকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। শিক্ষা প্রসারে বর্তমান সরকারের বিভিন্ন পদক্ষেপ সারা বিশ্বে প্রশংসিত হয়েছে। শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি সরকার শিক্ষকদের বেতন ভাতা বৃদ্ধি করেছে। তিনি বলেন, বর্তমান সরকার ২৬ হাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয়,৩৩০ টি কলেজ ও ২২০ মাধ্যমিক বিদ্যালয় জাতীয়করণ করে অনন্য দৃষ্টান্ত স্হাপন করেছে। অবকাঠামো খাতেও সরকার ব্যাপক উন্নয়ন করেছে। এবারের বাজেটেও সরকার শিক্ষা ও প্রযুক্তি খাতে সর্বাধিক কাজেট বরাদ্দ দিয়েছে।

Post MIddle

সোমবার আশুগঞ্জের সোহাগপুর (উঃ) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় ও তৃতীয় তলার নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্হাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি একথা বলেন। স্কুল পরিচালনা কমিটির সভাপতি মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্ধোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক নারায়ণ চন্দ্র ঘোষ, আওয়ামী নেতা জাকির হোসেন বাদল, রোটারি ক্লাব অব আশুগঞ্জের সভাপতি সাইফুল ইসলাম বাবুল, আশুগঞ্জ উপজেলা শ্রমিক লীগের সভাপতি জাহিদুল হাসান মুরাদ, আশুগঞ্জ সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমানউল্লাহ আমান, আশুগঞ্জ উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক রাফি হোসেন,ছাত্রনেতা মারুফ খান প্রমুখ।

পছন্দের আরো পোস্ট