রাবির প্রফেসর রকিব-উজ-জামানের মৃত্যুতে উপাচার্যের শোক
রাবি প্রতিনিধি।
রাজশাহী বিশ্ববিদ্যালয় ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের প্রফেসর রকিব-উজ-জামান (৬৪) সোমবার রাত ৯:৩০ মিনিটে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন (ইন্না…রাজিউন)। তাঁর মৃত্যুতে উপাচার্য প্রফেসর এম আব্দুস সোবহান এবং উপ-উপাচার্য প্রফেসর আনন্দ কুমার সাহা ও উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী মো. জাকারিয়া গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় তাঁরা ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিষয়ে উচ্চশিক্ষা ও গবেষণায় প্রফেসর জামানের অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করে তাঁর রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
প্রফেসর জামানের বেশ কিছু গবেষণা প্রবন্ধ দেশ-বিদেশে প্রকাশিত হয়েছে। এছাড়া তিনি বেশ কয়েকটি গবেষণা তত্ত্বাবধান করেছেন। তিনি বিভাগীয় সভাপতি ছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারিগরী কারখানার প্রশাসকের দায়িত্ব পালন করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী এবং এক পুত্র ও এক কন্যা রেখে গেছেন।
আজ মঙ্গলবার বাদ জোহর রাবি কেন্দ্রীয় জামে মসজিদে মরহুমের নামাজে জানাযা শেষে তাঁর মরদেহ বিশ্ববিদ্যালয় গোরস্থানে দাফন করা হবে বলে জানা গেছে।