ইন্টারন্যাশনাল ফ্লুটার হ্যাকাথনে রানার আপ ডিআইইউ “টিম টাইগার্স”
নিজস্ব প্রতিবেদক।
গুগলের পৃষ্ঠপোষকতায় আয়োজিত ইন্টারন্যাশনাল ফ্লুটার মোবাইল এপস্ হ্যাকাথন ২০২০ এ রানার আপ শিরোপা অর্জন করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সফটওয়ার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের শিক্ষার্থীদের দল “টিম টাইগার্স” এর প্রজেক্ট ‘ডোনেট প্লাজমা’। বিজয়ী দলের সদস্যরা হলেন সানজিদ রহমান সৌরভ (টিম লিডার), শাহ ফাহাদ হোসেন (প্রেজেন্টেশন ডেভেলাাপার), জুবা।েয়র আলম (ইউএল আর্কিটেক্ট), আবু সুফিয়ান শিবলী (প্রোগ্রামার), নাদিয়া নাসরিন (ভয়েস অব দি প্রেজেন্টেশন)। ইন্টারন্যাশনাল ফ্লুটার হ্যাকাথন ২০২০ হচ্ছে বিশ্বখ্যাত তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান ‘গুগল’ আয়োজিত একটি আন্তর্জাতিক হ্যাকাথন যেখানে চ্যালেঞ্জটি ছিল ক্রস প্ল্যাট ফর্ম মোবাইল এপ্লিকেশন ফ্লুটার ব্যবহার করে ৪৮ ঘন্টার মধ্যে একটি মোবাইল এপ তৈরী করা। বিশ্বের বিভিন্ন দেশ থেকে ৬৫০ টি দল এ প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা করে। গতকার রাতে প্রকাশিত ফলাফলে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সফটওয়ার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের শিক্ষার্থীদের দল “টিম টাইগার্স” এর প্রজেক্ট ‘ডোনেট প্লাজমা’ রানার আপ গওয়ার গৌরব অর্জন করে।
‘ডোনেট প্লাজমা’ হচ্ছে ফ্লুটার সমন্বয়ে তৈরী করা একটি ক্রস প্ল্যাটফর্ম মোবাইল এপ যা কোভিড-১৯ এ আক্রান্ত রোগী এবং সদ্য কোভিড-১৯ থেকে সুস্থ হওয়া প্লাজমা প্রদানে ইচ্ছুক রোগীর দেহের সাথে সংযোগের মাধ্যমে কার্যকর চিকিৎসা প্রদান করবে। করোনা প্রাদুর্ভাবের এ মহাসংকটকালে শিক্ষার্থীদের মেধা ও প্রযুক্তিকে কাজে লাগিয়ে কোভিড-১৯ প্লাজমা প্রদানের এ অভিনব আবিস্কার বাংলাদেশকে বিশ্বদরবারে মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছে এবং শিক্ষার্থীদের এ বিজয়ে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি গর্বিত।
বিজয়ের মূহুর্ত লিংক https://youtu.be/q-9hCe_p-A0