করোনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের মৃত্যু

রাজশাহী প্রতিনিধি

করোনাভাইরাসের উপসর্গ নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে করোনাভাইরাস চিকিৎসার জন্য নির্ধারিত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৩০ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর আগে এ হাসপাতালে আরেক প্রবীণেরও মৃত্যু হয়।

Post MIddle

প্রয়াত ড. ফখরুল ইসলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন বিভাগের এমেরিটাস অধ্যাপক ছিলেন। তার বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি রাজশাহী নগরের কাজীহাটায় বসবাস করতেন।

রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, জ্বর ও শ্বাসকষ্টসহ করোনাভাইরাসের উপসর্গ নিয়ে বৃহস্পতিবার দুপুর ১টার দিকে তিনি হাসপাতালে ভর্তি হন। “ভর্তির আধা ঘণ্টা পর তিনি মারা যান।”#

 

পছন্দের আরো পোস্ট