বশেমুরবিপ্রবিও শুরু করবে অনলাইন ক্লাস

ফয়সাল হাবিব সানি, বশেমুরবিপ্রবি প্রতিনিধি।

অনলাইন ক্লাস শুরুর বিষয়ে ইতোমধ্যে সিদ্ধান্ত গ্রহণ করেছে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি)। গতকাল সোমবার (২৯ জুন) অনুষ্ঠিত এক অনলাইন মিটিংয়ের মধ্য দিয়ে এমন সিদ্ধান্তে উপনীত হন বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে এই অনলাইন ক্লাস গ্রহণের ব্যাপারে কোনো নির্ধারিত তারিখ বা সময় এখন অবধি জানানো হয়নি।

 

প্রসঙ্গত, ক্লাস শুরুর ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের স্ব স্ব বিভাগ নিজেদের মতো করে সিদ্ধান্ত গ্রহণ করবেন বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ড. মোঃ শাহজাহান।

 

Post MIddle

এক্ষেত্রে, প্রত্যঞ্চ অঞ্চলের শিক্ষার্থীদের অনলাইন ক্লাসে সমস্যাগুলোর কথা জিজ্ঞেস করা হলে তিনি বলেন, `আপাতত ক্লাস শুরু হবার পরই বিভিন্ন শিক্ষার্থীর সমস্যাগুলো চিহ্নিত করা সম্ভব হবে এবং সেই সমস্যাগুলো চিহ্নিত করে তখন তা সমাধানের নিমিত্তে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

উল্লেখ্য, যদিও অনেক পূর্বেই দেশের সরকারি বিশ্ববিদ্যালয়সমূহে অনলাইন শিক্ষা কার্যক্রম শুরু করার ঘোষণা দিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন (ইউজিসি)।

পছন্দের আরো পোস্ট