ক্ষমা চাইল সাউথ পয়েন্ট স্কুল

নিজস্ব প্রতিবেদক

করোনাভাইরাস পরিস্থিতির মধ্যে ভর্তি পরীক্ষা নেওয়ার কারণে ঢাকা শিক্ষা বোর্ডের কাছে নিঃশর্ত ক্ষমা চেয়েছে সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ। ঢাকা শিক্ষা বোর্ডের কারণ দর্শানো নোটিশের প্রেক্ষিতে গতকাল সোমবার স্কুল কর্তৃপক্ষ নিঃশর্ত ক্ষমা চায়। ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক কালের কণ্ঠকে বলেন, ‘আমরা শোকজের জবাব পেয়েছি। জবাব পর্যালোচনা করে তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। একটা প্রতিষ্ঠিত স্কুল হঠাৎ করে কেন এমনটি করল সে বিষয়গুলো যাচাই করা হবে।’

 

Post MIddle

স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হামিদা আলী জানিয়েছেন, তিনি ভর্তি পরীক্ষার ব্যাপারে কিছুই জানতেন না। পরে জেনেছেন ভর্তীচ্ছু শিক্ষার্থীদের অভিভাবকরা অনলাইনে পরীক্ষা না নিয়ে সরাসরি নেওয়ার জন্য শিক্ষকদের অনুরোধ করেছিলেন। শিক্ষকরা বিষয়টি ওপরের কাউকে না জানিয়ে পরীক্ষা নিয়েছেন।

পছন্দের আরো পোস্ট