কলেজ শিক্ষকদের অনলাইনভিত্তিক পাঠদান জোরদারের আহ্বান

এনইউ প্রতিনিধি।

দেশব্যাপী কলেজ শিক্ষকদের অনলাইনভিত্তিক পাঠদান আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ। তিনি বলেন, ‘সারাদেশে কলেজগুলোতে শিক্ষক-শিক্ষার্থীদের পাঠদান সুনিশ্চিত করতে এবং তাদের কল্যাণের জন্য যা যা করা দরকার তার সবকিছু করার জন্য প্রস্তুত রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়।’

 

আজ মঙ্গলবার (৩০ জুন) অনলাইন শিক্ষা কার্যক্রম নিয়ে দেশব্যাপী ১০০টি কলেজের শিক্ষকের সঙ্গে ঝুম অ্যাপসের মধ্যমে অনুষ্ঠিত বৈঠকে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন উপাচার্য।
তিনি বলেন, ‘আমাদের ন্যাশনাল রোল প্লে করতে হবে। কারণ দেশের মোট শিক্ষার্থীর ৭০ শতাংশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বিভিন্ন কলেজে পড়াশোনা করছেন। সুতরাং এটিই আমাদের কাছে এখন টপ প্রায়োরিটি।’

 

উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ বলেন, ‘সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও অনেক কলেজ অনলাইন শিক্ষা কার্যক্রম পরিচালনার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এটা প্রশংসার দাবি রাখে। এই কোভিড-১৯ দূর্যোগকালীন সময়ে আমরা বসে থাকতে পারি না। সবাইকেই যার যার অবস্থান থেকে স্বাস্থ্যবিধি মেনে রোল প্লে করতে হবে।’

 

বৈঠকে অনলাইন শিক্ষা কার্যক্রমের ওপর বিশেষজ্ঞ মতামত প্রকাশ করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশের উপাচার্য প্রফেসর ড. মুনাজ আহমেদ নূর।

Post MIddle

সভায় কলেজগুলোর শিক্ষকেরা অনলাইন শিক্ষা কার্যক্রম পরিচালনা তাদের সমস্যা, সম্ভাবনা ও চ্যালেঞ্জগুলো তুলে ধরেন।

উপাচার্য মহোদয় সংশ্লিষ্ট কলেজের সমস্যা সমাধানের আশ্বাস দেন। বলেন, ‘অনলাইন শিক্ষা কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনায় জাতীয় বিশ্ববিদ্যালয় সকল ধরনের পদক্ষেপ গ্রহণ করছে। কীভাবে এটিকে আরও বেগবান করা যায় সে বিষয়েও কাজ করছে জাতীয় বিশ্ববিদ্যালয়।’

সভায় সার্বিক সমস্যা উত্তোরণে দিক নির্দেশনা দেন মাননীয় উপাচার্য। তিনি সংশ্লিষ্ট কলেজের শিক্ষকদের বিরাজমান সমস্যা কাটিয়ে অনলাইন শিক্ষা কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।

 

সভায় প্রো-উপাচার্য প্রফেসর ড. মো: মশিউর রহমান, ট্রেজারার প্রফেসর মো. নোমান উর রশীদ স্নাতকোত্তর শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ডিন প্রফেসর ড. মো: আনোয়ার হোসেন, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ও ডিন প্রফেসর ড. মো. নাসির উদ্দীন, পরিচালক, তথ্য প্রযুক্তি (আইসিটি), পরিচালক, জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তর অনলাইনে উপস্থিত ছিলেন। আগামীকাল বিকাল তিনটায় শিক্ষার্থীদের সঙ্গে অনলাইন শিক্ষা কার্যক্রম নিয়ে বৈঠক করবেন উপাচার্য।

পছন্দের আরো পোস্ট