সাংবাদিক মাসুমের মৃত্যুতে রাবিসাস’র শোক

রাবি প্রতিনিধি।

দৈনিক সোনালী সংবাদের প্রধান প্রতিবেদক তবিবুর রহমান মাসুম এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (রাবিসাস)। সোমবার সকালে সংগঠনটির সভাপতি মঈন উদ্দীন ও সাধারণ সম্পাদক শাহীন আলম এক যৌথ বিবৃতিতে শোক প্রকাশ করেন।

 

 

বিবৃতিতে তারা তবিবুর রহমান মাসুমের সাংবাদিক হিসেবে জাতিকে দেওয়া সেবার কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন। বলেন, তবিবুর রহমান মাসুমের মৃত্যুতে দেশ একজন নিবেদিত প্রাণ সাংবাদিক ও ভাল মানুষকে হারাল। দীর্ঘদিন ধরে তিনি সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। সত্য প্রকাশে তিনি ছিলেন এক আপসহীন কলমসৈনিক। তাঁর ক্ষুরধার লেখনি ও সময়োপযোগী সংবাদ পরিবেশনের জন্য দেশের মানুষের কাছে তিনি আজীবন বেঁচে থাকবেন।

 

Post MIddle

শোক বিবৃতিতে তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

 

উল্লেখ্য, রবিবার (২৮ জুন) সন্ধ্যায় জ্বর ও শ্বাসকষ্ট হলে সাংবাদিক তবিবুর রহমান মাসুমকে রাজশাহী খ্রিস্টিয়ান মিশন হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত সোয়া ৯টায় তাকে মৃত ঘোষণা করেন।

পছন্দের আরো পোস্ট