দাওয়াহ ৯৩-৯৪ অ্যালামনাইয়ের ৩য় সাধারণ ভার্চুয়াল সভা
নিজস্ব প্রতিবেদক।
গত ২৬ জুন ২০২০ শুক্রবার ইসলামি বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়ার দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ৯৩-৯৪ অ্যালামনাইয়ের ৩য় সাধারণ ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হলো।
সভায় প্রধান অতিথি ছিলেন থিওলজী এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডীন প্রফেসর ড. মো. সোলায়মান, বিশেষ অতিথি ছিলেন প্রফেসর ড.শহীদ মো. রেদওয়ান, চেয়ারম্যান, দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগ, ইবি। ড.আব্দুল্লাহ আল মিজানের সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতি ছিলেন প্রফেসর ড. মাসুদ আল মাহদী।
আরও বক্তব্য রাখেন, জাহিদুল ইসলাম , মিজানুর রহমান, মো. সামছুল আলম শিবলী, আবু ছালেহ মো: মুছা, আব্দুল ওহাব, মো. জিয়াউল করিম ভূঁইয়া, ফাতেমাতুজ জোহরা ও সায়ফুল হক সিরাজী প্রমুখ।
অ্যালামনাইকে এগিয়ে নিতে সভায় সকল সদস্য তাদের মূল্যবান মতামত ব্যক্ত করেন। অনুষ্ঠানে বিভাগের প্রয়াত দুইজন শিক্ষক ও আলামনাই সদস্য আব্দুল হামিদের অকাল মৃত্যুতে শোক ও তাদের আত্বার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। পরিশেষে আলামনাই এক্টিভিটি এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করা হয়।#