ইবিতে বঙ্গবন্ধু হলে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
ইবি প্রতিনিধি।
জাতীয় বৃক্ষরোপণ সপ্তাহ উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেছেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী। আজ (২৮ জুন) দুপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে ট্রেজারার প্রফেসর ড. মোঃ সেলিম তোহা, মার্কেটিং বিভাগের সভাপতি প্রফেসর ড. মোঃ জাকারিয়া রহমান, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি প্রফেসর ড. কাজী আখতার হোসেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট প্রফেসর ড. তপন কুমার জোদ্দার, সাবেক প্রক্টর ও সিন্ডিকেট সদস্য প্রফেসর ড. মোঃ মাহবুবর রহমান, প্রক্টর প্রফেসর ড. পরেশ চন্দ্র বর্ম্মন, পরিবহন প্রশাসক প্রফেসর ড. মোঃ রেজওয়ানুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।