স্কুলের নতুন পাঠ্য বইয়ের মুদ্রণ নিয়ে শঙ্কা

নিজস্ব প্রতিবেদক।

করোনা পরিস্থিতিতে কিছুটা অনিশ্চয়তায় ২০২১ সালের নতুন বই ছাপা ও বিতরণের কাজ। এরইমধ্যে প্রাথমিক ও মাধ্যমিকে নতুন পাঠ্যক্রমে বই ছাপার সিদ্ধান্ত থেকে সরে এসেছে জাতীয় পাঠ্যপুস্তক বোর্ড। তবে শিক্ষামন্ত্রী জানিয়েছেন পরিস্থিতি যাই হোক, নতুন বই দিয়েই শুরু হবে ২০২১ সাল। সব মিলিয়ে সাড়ে ৩৫ কোটি বই ছাপা ও বিতরণ করবে সরকার।

বছরের প্রথম দিন মানেই নতুন বইয়ের ঘ্রাণ। গত এক দশকের বেশি সময় হলো শত বাধা বিপত্তিতেও ব্যত্তয় হয়নি শিক্ষাপঞ্জির এই নিয়মে। তবেএবার তাতে চোখ রাঙ্গাচ্ছে করোনা ভাইরাস।

 

Post MIddle

২০২১ সালে প্রথম, দ্বিতীয় ও ষষ্ঠ শ্রেণীর বই নতুন পাঠ্যক্রমে ছাপার কথা ছিলো। বর্তমান পরিস্থিতিতে সে সিদ্ধান্ত থেকে পিছিয়েছে পাঠ্যপুস্তক বোর্ড। নতুন পাঠ্যক্রমে বই ছাপতে না পারলেও নতুন বছর নতুন বই দিয়েই শুরু হবে বলে নিশ্চিত করেছেন শিক্ষামন্ত্রী।

 

আসছে বছর প্রাথমিক ও মাধ্যমিক মিলিয়ে সাড়ে ৩৫ কোটি নতুন বই ছাপার পরিকল্পনা রয়েছে সরকারের।#

পছন্দের আরো পোস্ট