জবিতে ছাত্রলীগের বৃক্ষরোপণ কর্মসূচি
জবি প্রতিনিধি।
“মুজিবর্ষের আহবান, ৩ টি করে গাছ লাগান” কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়(জবি) শাখা ছাত্রলীগের কর্মীরা।
শুক্রবার (১৯জুন) বিশ্ববিদ্যালয়ে মুজিব শতবর্ষে ১ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সাবেক উপ-মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক নাহিদ পারভেজের নেতৃত্বে ছাত্রলীগের কর্মীরা এই কর্মসূচি পালন করেন। এতে আরো অংশগ্রহণ করেন ছাত্রলীগ কর্মী মোহসিনুর মুরাদ, শাহিনুর শাহিন, নাঈমুল ইসলাম সৈকত।
বৃক্ষরোপণ কর্মসূচি নিয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক উপ-মুক্তি বিষয়ক সম্পাদক নাহিদ পারভেজ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে দেশরত্ন শেখ হাসিনার ১ কোটি বৃক্ষরোপন কর্মসূচিকে স্বাগত জানাই। এই মহৎ কাজ জননেত্রী শেখ হাসিনার মাধ্যমেই সম্ভব। জননেত্রীর নির্দেশে মুজিব বর্ষের আহবান, ৩ টি করে গাছ লাগান কর্মসূচিসহ বিভিন্ন কর্মকাণ্ড বাস্তবায়নের লক্ষ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ অতীতেও ছিল, এখন আছে এবং ভবিষ্যতেও থাকবে।
তিনি আরো বলেন, গাছ আমাদের বন্ধু। আমাদের বিপদে-আপদে সর্বদা পাশে থেকে পরিবেশ রক্ষা করে আসছে। মুজিব শত বর্ষে ১কোটি গাছ লাগালে পরিবেশ ভালো থাকবে, আমরাও ভালো থাকবো।