নর্দান ইউনিভার্সিটিতে বাজেট ও করোনা নিয়ে অনলাইন সেমিনার

নিজস্ব প্রতিবেদক।

নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ এর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের এর উদ্যোগে ‘প্রস্তাবিত বাজেট ও করোনা পরিস্থিতি নিয়ে অনলাইন সেমিনার অনুষ্ঠিত হলো। বৃহস্পতিবার ১৮ জুন ফেসবুক লাইভের মাধ্যমে এই ভার্চুয়াল সেমিনার অনুষ্ঠিত হয়।

 

ওয়েব সেমিনারে গেস্ট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বোটানি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জসিম উদ্দিন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মনিরুল ইসলাম, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন এর চেয়ারম্যান ও ইমপ্রেস গ্রুপ ও চ্যানেল আই এর ভাইস চেয়ারম্যান মুকিব মজুমদার বাবু এবং বিআইডিএস এর সিনিয়র রিসার্স ফেলো ড. নাজনীন আহমেদ।

Post MIddle

অনুষ্ঠান পরিচালনায় ছিলেন নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ এর উপ-উপাচার্য (ডি) প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মো. হুমায়ুন কবির।

অনুষ্ঠান হোস্টিং করেন টক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগ (এনইউবি) এর লেকচারার জগলুল হক মৃধা।

এসময় শিক্ষাখাতে বাজেট ২০২০ ও করোনা পরিস্থিতি মোকাবেলায় আমাদের করণীয় বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়।#

পছন্দের আরো পোস্ট