প্রধানমন্ত্রীকে কটাক্ষ করায় জবি ছাত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের
জবি প্রতিনিধি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটাক্ষ করায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক ছাত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।
শনিবার (১৩ জুন) রাতে ঐ নারী শিক্ষার্থীর বিরুদ্ধে কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযুক্ত শিক্ষার্থী নাহিদ ফারজানা মিম, দর্শন বিভাগের ১১ তম ব্যাচের শিক্ষার্থী।
অভিযুক্তর বিরুদ্ধে অভিযোগপত্র উল্লেখ করা হয়, প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধু তনয়া শেখ হাসিনাকে তীব্রভাবে কটাক্ষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সময়ে স্ট্যাটাস দিয়ে থাকেন। যা সংযুক্ত ১৩ টি প্রিন্ট কপি।
অভিযোগ দায়েরের বিষয়টির সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি থানার ওসি মিজানুর রহমান বলেন, আমরা একটা অভিযোগ পেয়েছি। সেটা সাইবার ক্রাইমের কাছে দেওয়া হয়েছে।